1. admin@theinventbd.com : admin :
বুধবার, ২৮ জুলাই ২০২১, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ

মৃত্যুপুরী ভারতে টি-টোয়েন্ট বিশ্বকাপ হবে কি?

অনলাইন ডেস্ক
  • প্রকাশকাল | রবিবার, ২ মে, ২০২১
  • ৩৮ বার পঠিত

করোনার দ্বিতীয় ঢেউ কাঁপিয়ে দিয়েছে দেশটি। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় রেকর্ড হচ্ছে সেখানে।

করোনার নতুন ধরনের ভয়ঙ্কর থাবায় একের পর এক লাশ পড়ছে। দিল্লি, আহমেদাবাদ, তামিলনাড়ুসহ সবখানে এখন করোনার বিচরণ।

অথচ এসব অঞ্চলেই আগামী অক্টোবরে হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সঙ্গত কারণেই বছরের শেষ দিকে ভারতের মাটিতে আইসিসি টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা জেগেছে। প্রশ্ন উঠেছে, মৃত্যুপুরী ভারতে টি-টোয়েন্ট বিশ্বকাপের আয়োজন হবে কি?

আইসিসি অবশ্য আগে থেকেই বিকল্প ভেন্যুর কথা জানিয়ে রেখেছিল। সম্প্রতি করোনার প্রকোপ বাড়ায় বিশ্বকাপ আয়োজন নিয়ে সেই বিকল্প ভাবনার বিষয়টিও ভাবতে হচ্ছে ভারতকেও।

দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়েছে, ভারতে সম্ভব না হলে আগামী অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ আয়োজন করা হবে।

বিবিসিকে বিসিসিআইয়ের গেম ডেভেলপমেন্টের জেনারেল ম্যানেজার ধিরাজ মালহোত্রা জানিয়েছেন, ভেন্যু নিয়ে তাদের বিকল্প ভাবনাও আছে।

তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। আমরা আশা করছি, বিসিসিআই এটা আয়োজন করবে। তাই আসরটি সেখানে নিয়ে গেলেও তা বিসিসিআইয়ের আয়োজনেই হবে।’

যদিও করোনার এই ভয়াবহতার মধ্যেই সফলভাবে আইপিএল চালিয়ে নিচ্ছে ভারত। জৈব সুরক্ষা বলয়সহ কড়া করোনাবিধির অধীনে আছে প্রতিটি দল।

সেই উদাহরণ আইসিসির সামনে রাখতে চায় বিসিসিআই। যে কারণে একই প্রক্রিয়ায় ভারতে বিশ্বকাপ আয়োজনের চিন্তা থেকে সরে আসেনি তারা।

এ বিষয়ে ধিরাজ বলেন, ‘আমি কেবলই টুর্নামেন্টের একজন পরিচালকের দায়িত্বে আছি। ভারতে আসরটি আয়োজন নিশ্চিত করতে সব কিছু করব। আমাদের সামনে স্বাভাবিক অবস্থা, কোভিড অবস্থা এবং খুব খারাপ পরিস্থিতি আসতে পারে, তাই সবরকম পরিস্থিতি বিবেচনায় রেখে আমরা আইসিসির সঙ্গে কথা বলছি।’

করোনা ভাইরাসের কারণে ২০২০ সালে অস্ট্রেলিয়ায় হয়নি টি-২০ বিশ্বকাপ। দুই বছর পিছিয়ে ঐ আসরটি হবে ২০২২ সালে। এবার করোনার ধাক্কায় ভারতকেও বিকল্প ভেন্যু নিয়ে ভাবতে হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

এই বিভাগের আরও খবর
Copyright © The Invent
error: Content is protected !!