1. admin@theinventbd.com : admin :
বুধবার, ২৮ জুলাই ২০২১, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ

রংপুরে ৩ দফা দাবিতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশকাল | রবিবার, ২ মে, ২০২১
  • ৩৬ বার পঠিত

স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আহ্বানে ও রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আয়োজনে আজ রবিবার রংপুর প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রোববার (২ মে) সকাল ১০টার পর থেকে রংপুর প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকে পরিবহন শ্রমিকরা।

জানা যায়, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত সারা দেশে ২৪৯টি পরিবহন শ্রমিক ইউনিয়ন এ আন্দোলন কর্মসূচি পালন করছে আজ। এছাড়া ৪ মে সারাদেশে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে।

শ্রমিকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে

১. স্বাস্থ্যবিধি মেনে আসনের অর্ধেক যাত্রী নিয়ে নৌপরিবহন ও পণ্য পরিবহন চলাচলের ব্যবস্থা করা।

২. সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করা।

৩. সারাদেশে পাসপোট ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকায় ওএমএসের চাল বিক্রির ব্যবস্থা করা।

সংবাদটি শেয়ার করুন :

এই বিভাগের আরও খবর
Copyright © The Invent
error: Content is protected !!