1. admin@theinventbd.com : admin :
বুধবার, ২৮ জুলাই ২০২১, ০১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
করোনায় একদিনে আরো ২৫৮ মৃত্যু, শনাক্ত ১৪৯২৫ করোনা টেস্টে গ্রামীণ জনগণের ভীতি নিরসনে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী সৈয়দপুরে বিধিনিষেধ না মানায় ১০ জনের ২৩ হাজার টাকা জরিমানা ও চোলাই মদসহ আটক যুবকের ৩ মাসের কারাদণ্ড সৈয়দপুর ব্যস্ততম বাজারের সড়কে ময়লার ভাগার॥ দুর্গন্ধে অতিষ্ট এলাকাবাসী ও পথচারী সৈয়দপুরে ধসে পড়ল সরকারী নির্মাণাধীন ভবন জলঢাকায় ক্যান্সার আক্রান্ত শিক্ষক মাধবকে শিক্ষক সংঘের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান জলঢাকায় সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে যুবলীগের বৃক্ষরোপণ করোনায় একদিনে সর্বোচ্চ ২৪৭ মৃত্যু, ১৫১৯২ শনাক্ত সৈয়দপুরে ভুয়া কেসস্লিপসহ মাইক্রোবাস আটক করোনা: ২৪ ঘণ্টায় মৃত্যু আরও ২২৮, শনাক্ত ১১২৯১

মৃত্যু আবার ৫০ ছাড়াল

অনলাইন ডেস্ক |
  • প্রকাশকাল | সোমবার, ১০ মে, ২০২১
  • ৩৮ বার পঠিত

দেশে করোনাভাইরাস সংক্রমণের কমতির মধ্যে মৃত্যু আবারও বেড়েছে। টানা তিন দিন মৃত্যু ৫০-এর নিচে থাকার পর গতকাল রবিবার আবারও তা ৫০-এর ওপরে উঠেছে। এদিন স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৫৬ জন করোনা রোগী মৃত্যুবরণ করেছেন, যা গত পাঁচ দিনের মধ্যে সর্বোচ্চ। তাদের মধ্যে ঢাকা বিভাগে ২২ ও চট্টগ্রামে ২১ জন মারা গেছেন। এছাড়া মৃতদের ৪৫ জনই ছিলেন পঞ্চাশোর্ধ্ব বয়সের। চলমান করোনার দ্বিতীয় ঢেউয়ে গত দুই সপ্তাহ ধরেই মৃত্যু কমতির মধ্যে রয়েছে। তার আগে এপ্রিলের মাঝামাঝিতে দৈনিক মৃত্যু ১০০ ছাড়িয়েছিল। সর্বশেষ গত ২৫ এপ্রিল শতাধিক রোগীর মৃত্যু হয়েছিল। তারপর থেকে মৃত্যু কমছে। কিন্তু কমতিতে ধারাবাহিকতা থাকছে না। কয়েকদিন করার পর আবার হঠাৎ বেড়ে যাচ্ছে। দীর্ঘ ৩৬ দিন পর গত ৬ এপ্রিল মৃত্যু প্রথমবার ৫০-এর নিচে নামে। তার পরদিন মৃত্যু আরও কমে ৪০ নিচে নামে। কিন্তু একদিন না যেতেই মৃত্যু আবার এক লাফে ৫০-এর ওপরে উঠল।

এদিকে দেশে করোনাভাইরাসের নতুন রোগী শনাক্ত হারে নিম্নগতি অব্যাহত রয়েছে। দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ কমা শুরুর পর গতকাল সর্বনিম্ন হারে রোগী শনাক্ত হয়েছে। এদিন অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৮ দশমিক ১৯ শতাংশ হারে রোগী শনাক্ত হয়েছে, যা গত ৫৩ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে সর্বশেষ গত ১৭ মার্চ এরচেয়ে কম হারে রোগী শনাক্ত হয়েছিল। গতকাল ১৭ হাজারের কাছাকাছি নমুনা পরীক্ষায় ১ হাজার ৩৮৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের পর গতকাল ছিল ৪২৭তম দিন। অধিদপ্তরের এদিনের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে ৪৫৪টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে ৩৫টি জিন-এক্সপার্ট, নতুন দশটিসহ ২৯১টি র্যাপিড অ্যান্টিজেন ও নতুন একটিসহ ১২৮টি আরটি-পিসিআর পরীক্ষাগার। এসব পরীক্ষাগারে সর্বশেষ ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৭৭৫ জনের। আগের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৯১৫ জনের, যার মধ্যে ১ হাজার ৪৬৯টি নমুনা ছিল বিদেশ গমনেচ্ছুদের। এ নিয়ে দেশে এ পর্যন্ত ৫৬ লাখ ৩০ হাজার ৮৯৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এসব পরীক্ষায় রোগী শনাক্ত হয়েছে ৭ লাখ ৭৩ হাজার ৫১৩ জন। মোট পরীক্ষার বিপরীতে গড়ে ১৩ দশমিক ৭৪ শতাংশ লোকের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ১১ হাজার ৯৩৪ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যুহার ১ দশমিক ৫৪ ও সুস্থতার হার ৯১ দশমিক ৮১ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ মৃতদের মধ্যে পুরুষ ৩৮ ও নারী ১৮ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত ৮ হাজার ৬৫৩ পুরুষ ও ৩ হাজার ২৮১ নারী মৃত্যুবরণ করেছেন। শতকরা হিসাবে পুরুষ ৭২ দশমিক ৫১ ও নারী ২৭ দশমিক ৪৯ ভাগ। এদিন ঢাকা বিভাগে ২২ ও চট্টগ্রামে ২১ জন মারা গেছেন। বাকিদের মধ্যে খুলনায় ৪, রাজশাহীতে ৩, বরিশাল ও রংপুরে ২ জন করে এবং সিলেট ও ময়মনসিংহে ১ জন করে মারা গেছেন। বয়স অনুযায়ী সর্বশেষ মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব ৩০, ৫১-৬০ বছরের ১৫, ৪১-৫০ বছরের ৭, ৩১-৪০ বছরের ৩ জন এবং ২১-৩০ বছরের ছিল ১ জন। এদিন ৩৬ জন সরকারি হাসপাতালে, ১৫ জন বেসরকারি হাসপাতালে এবং ৫ জন বাসায় মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২৮৫ রোগীকে আইসোলেশনে ও ৭৭৫ জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। বর্তমানে আইসোলেশনে ১৮ হাজার ৭৪৬ এবং কোয়ারেন্টাইনে আছেন ৪৭ হাজার ৮৮৭ জন। সারা দেশে কভিড ডেডিকেটেড হাসপাতালগুলোয় ১২ হাজার ৫৯টি সাধারণ বেডের মধ্যে গতকাল রোগী ভর্তি ছিলেন ২ হাজার ৪২৮টিতে। বাকিগুলো খালি ছিল। এ ছাড়া ১ হাজার ৬৯টি আইসিইউর মধ্যে এদিন রোগী ভর্তি ছিলেন ৪০৫টিতে।

সংবাদটি শেয়ার করুন :

এই বিভাগের আরও খবর
Copyright © The Invent
error: Content is protected !!